বিজ্ঞপ্তি
কনস্টেবল পদে প্রাথমিক যোগ্যতা নির্ণয় পরীক্ষায় সফল প্রার্থীদের ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়। যার ফলাফল ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত মেধা তালিকা অনুসারে শর্তাধীনভাবে সফল ৪ হাজার ৬২০ জন প্রার্থীর নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গিয়েছে। দীর্ঘদিন বিষয়টি থমকে থাকায় অন্য সফল প্রার্থীদের মধ্যে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছিল। এমন সময়ে বোর্ডের তরফে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের জন্য ২০১৯ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওই বছর ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র জমা দেন। সেবার বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৪১৯টি শূন্য পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।